Share:
  Guess poet | Poets | Poets timeline | Isles | Contacts

Rabindranath Tagore - This DogRabindranath Tagore - This Dog
Work rating: Medium


১৪ প্রত্যহ প্রভাতকালে ভক্ত কুকুর স্তব্ধ হয়ে বসে থাকে আসনের কাছে যতক্ষণে সঙ্গ তার না করি স্বীকার করস্পর্শ দিয়ে এটুকু স্বীকৃতি লাভ করি সর্বাঙ্গে তরঙ্গি উঠে আনন্দপ্রবাহ বাক্যহীন প্রাণীলোক-মাঝে এই জীব শুধু ভালো মন্দ সব ভেদ করি দেখেছে সম্পূর্ণ মানুষেরে ; দেখেছে আনন্দে যারে প্রাণ দেওয়া যায় যারে ঢেলে দেওয়া যায় অহেতুক প্রেম , অসীম চৈতন্যলোকে পথ দেখাইয়া দেয় যাহার চেতনা দেখি যবে মূক হৃদয়ের প্রাণপণ আত্মনিবেদন আপনার দীনতা জানায়ে , ভাবিয়া না পাই যে কী মূল্য করেছে আবিষ্কার আপন সহজ বোধে মানবস্বরূপে ; ভাষাহীন দৃষ্টির করুণ ব্যাকুলতা বোঝে যাহা বোঝাতে পারে না , আমারে বুঝায়ে দেয় সৃষ্টি-মাঝে মানবের সত্য পরিচয়   English Transcreation   Every morning this dog, very attached to me, Quietly keeps sitting near my seat Till touching its head I recognize its company. This recognition gives it so much joy Pure delight ripples through its entire body. Among all dumb creatures It is the only living being That has seen the whole man Beyond what is good or bad in him It has seen For his love it can sacrifice its life It can love him too for the sake of love alone For it is he who shows the way To the vast world pulsating with life. When I see its deep devotion The offer of its whole being I fail to understand By its sheer instinct What truth it has discovered in man. By its silent anxious piteous looks It cannot communicate what it understands But it has succeeded in conveying to me Among the whole creation What is the true status of man.
Source

The script ran 0.002 seconds.